বল হাতে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা রশিদ খান। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে তার গুগলিতে স্লগ সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করেন কিউই তারকা মার্টিন গাপটিল। বল আঘাত হানে অফ স্টাম্পে। আর তাতেই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচে আফগানিস্তানের লেগ স্পিনার পৌঁছে যা ৪০০ উইকেটের ঠিকানায়।
চতুর্থ বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ। রেকর্ডটি এতদিন ছিল ইমরান তাহিরের। ৪০০ ছুঁতে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনারের লেগেছিল ৩২০ ম্যাচ। রশিদের লাগল ২৮৯ ম্যাচ।
প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ৩৬৪ ম্যাচে। তার স্বদেশি সুনিল নারাইনের লাগে ৩৬২ ম্যাচ।
সব মিলিয়ে ৫১২ ম্যাচে ৫৫৩ উইকেটে নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাভো। ৩৮৩ ম্যাচে নারাইনের উইকেট ৪২৫টি। তাহিরের ৩৩৪ ম্যাচে ৪২০ উইকেট।
২৮৯ ম্যাচে রশিদের উইকেট এখন ঠিক ৪০০টি। এই মাইলফলক থেকে মাত্র ২ উইকেট দূরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ