ম্যানচেস্টার সিটির বিপক্ষে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে হেরে যায় পিএসজি। এরপরই ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক তারকা ফুটবলার জেমি ক্যারাগার বিস্ফোরণ মন্তব্য করে বসেন।
তিনি বলেন, ‘লিওনেল মেসিকে নিয়ে কোনোদিনই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না পিএসজি। সে মাঠে শুধু হাঁটাহাঁটি করে। পিএসজিতে আরও দুজন (নেইমার ও এমবাপে) যাত্রী আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে এমন চারটির দলের নাম বললে, এর কোনোটিতেই একজন যাত্রীও নেই। পিএসজিতে আছে তিনজন। তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো সম্ভাবনাই দেখি না।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ