সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। ফিল্ডিং করছে বাংলাদেশ।
তবে দ্বিতীয় সেশনে খেলা শুরুর ৫০ মিনিট পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে খেলা। ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে শুরু থেকেই আকাশ মেঘে ঢাকা। খেলা চলছিল ফ্লাড লাইট জ্বালিয়ে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ৪৪ ওভারে ২ উইকেটে ১২৩।
৭৬ বলে ২ চারে ২০ রানে খেলছেন আজহার আলি। ৫ চার ও ১ ছক্কায় অধিনায়ক বাবর আজমের রান ৫৭ বলে ৩৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ