স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাছে নামবে রিয়াল মাদ্রিদ। তবে এ ফাইনালে খেলতে পারবেন না রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহাল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনালে ৩-২ গোলে বার্সেলোনাকে হারায় রিয়াল। ম্যাচে শুরু করেছিলেন কারভাহাল। বার্সার বিপক্ষে নির্ধারিত সময়ের শেষ দিকে লুকাস ভাসকেজ তার স্থলাভিষিক্ত হন।
কিন্তু করোনা পজিটিভ হওয়ায় ফাইনালে খেলতে পারবেন না কারভাহাল। লা লিগার শীর্ষ দল শুক্রবার জানায়, করোনায় আক্রান্ত হয়েছেন কারভাহাল।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বিলবাও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ