স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ০-১ তে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হার ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারও অধরা টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়ন টেস্ট জিতেও জোহানেসবার্গ আর কেপটাউনে হার সফরকারী ভারতের।
গোটা তৃতীয় টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে একটু হলেও দুই দলের বাক্য বিনিময় অধিক লাইমলাইট কেড়ে নেয়। ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার দাবি করেন, খেলার প্রতি শেষের দিকে আর মনই ছিল না ভারতীয় দলের।
ম্যাচের তৃতীয় দিনে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের বিতর্কিত রিভিউ সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটাররা মাঠের মাঝেই ব্রডকাস্টারদের বিরুদ্ধে তোপ দাগেন।
বিরাট কোহলি, লোকেশ রাহুল থেকে রবিচন্দ্রন অশ্বিন, সেই তালিকায় সামিল একগুচ্ছ তারকা। এই প্রসঙ্গে কোহলিদের শাস্তি হওয়া উচিত কি না, সেই নিয়ে তুলকালাম ক্রিকেট বিশ্বে। রিভিউয়ে এলগারকে নট আউট দেওয়ার পরেই কোহলিদের ক্ষোভ সকলেই চাক্ষুষ করেন। সেই দিকেই ইঙ্গিত করেই করে প্রোটিয়া অধিনায়কের মতে, কোহলিরা নাকি খেই হারিয়ে ফেলেছিলেন।
ম্যাচ শেষে এলগার বলেন, ‘ওরা সম্ভবত চাপে পড়েই এমন কাজ করছিল। সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি ওদের, তবে টেস্ট ম্যাচ জয়ের হাতছানির একটা চাপ কাজ করছিল ওদের ওপর। এর ফলে আমরা তুলনামূলক সহজে রান তুলে, একটু একটু করে জয়ের লক্ষ্যে সহজেই এগোতে সক্ষম হই। ম্যাচের একটা সময় তো ওরা খেই হারিয়ে অত্যাধিক আবেগপ্রবণ হয়ে পড়ে, যা টেস্ট ক্রিকেটে স্বাভাবিক। কিন্তু সেটা আমাদের সাহায্যই করে। এমনটা হওয়াতে সত্যি বলতে আমি কিন্তু বেশ খুশি।’
অন্যদিকে, ম্যাচ হারের পর ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন।
কোহলি আরও বলেন, আমাদের ভালো ব্যাটিংয়ের দিকে আরও নজর দেওয়া উচিত। দুইটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা হেরেছি। সেটা নিয়ে ভাবতে হবে। দক্ষিণ আফ্রিকায় আমরা তাদেরকে হারাব, সবাই সেটা প্রত্যাশা করে আমাদের থেকে। কিন্তু আমরা পারিনি, এটাই বাস্তব। মেনে নিতে হবে। আরও প্রবল ভাবে ফিরে আসতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন