হার্ট অ্যাটাকে শেন ওয়ার্নের মৃত্যু অনেককে চমকে দিলেও ভিন্ন কথা বলছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক চিকিৎসক পিটার ব্রাকনার। তিনি বলছেন, দীর্ঘ দিন ধরেই হার্টের রোগে ভুগছিলেন এই অজি কিংবদন্তি।
মৃত্যুরে কয়েক সপ্তাহ আগে থেকেই হার্টের রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওয়ার্ন, পরিবারের সদস্যরা তেমনটাই জানিয়েছে। তাছাড়া শরীরের ওজন কমাতে মৃত্যুর আগে টানা ১৪ দিন কেবল তরল খাবার খেয়েছিলেন ওয়ার্ন।
তাই ব্রাকনার বলছেন, ওয়ার্নের মৃত্যু অনুমিতিই ছিলো। এখানে আচমকা কিছু ঘটেনি। তিনি বলেন, ‘ওয়ার্নের যদি আগে থেকেই হার্টের সমস্যা থেকেই থাকে, তবে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি।’
এই চিকিৎসকের দাবি, ‘২০ থেকে ৩০ বছর ধূমপান, অনিয়মিত খাদ্যাভাস; সবমিলিয়েই এমনটা ঘটেছে।’
সূত্র: ফক্স ক্রিকেট
বিডি প্রতিদিন/নাজমুল