৩৯ বছর বয়সে নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজের ঝুলিতে পুরলেন ৪০টা উইকেট। তাতেই নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ভারতের এই বাঙালি কন্যা।
পশ্চিমবঙ্গের নদীয়ায় জন্ম নেওয়া এ অভিজ্ঞ পেসার আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত।
আর এই এক উইকেট নিয়েই নারীদের ওয়ানডে বিশ্বকাপে ৪০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ঝুলন। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। এতোদিন ৩৯ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন এই অজি তারকা।
ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট (নারী)
নাম দল ইনিংস ইউকেট
ঝুলন ভারত ৩১ ৪০
ফুলস্টন অস্ট্রেলিয়া ২০ ৩৯
ক্যারল হজ ইংল্যান্ড ২৪ ৩৭
বিডি প্রতিদিন/নাজমুল