২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। আর পাকিস্তান সফরে নিজের ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন অজি ক্রিকেটার উসমান খাজা।
বাঁহাতি এই ব্যাটার পেশাসূত্রে অস্ট্রেলিয়া দলে খেললেও জন্মসূত্রে পাকিস্তানী। রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া এই ক্রিকেটার পারিবারিকসূত্রে করাচির। পাকিস্তান সফরে এসে রাওয়ালপিন্ডিতে নব্বইয়ের ঘরে ফিরলেও ঘরের মাঠ করাচিতে এসে শতক তুলে নিলেন খাজা।
করাচিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খাজার শতকে ভালো অবস্থানে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান।
পাকিস্তানী খাজা দিনশেষে অপরাজিত আছেন ১২৭ রানে। ওপেনিংয়ে নামা খাজা ২৬৬ বলে ১৩টি চার ও ১ ছক্কায় এই রান করেন। এটি টেস্টে খাজার ১১তম শতক।
১৯৩ বলে শতক স্পর্শ করা খাজা দিনশেষে করাচিতে নিজের শতক নিয়ে বলেন, ‘এটা আমার বাড়ি। এটা সেই জায়গা যেখান থেকে খাজা পরিবারের উৎপত্তি হয়েছে। আমি ছাড়া আমার পরিবারের সবাই করাচিতে জন্মগ্রহণ করেছে। এমন একটি জায়গায় সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ