বাংলাদেশ দল প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে গেছে। অপরদিকে পাকিস্তান এ নিয়ে চতুর্থবারের মতো খেলছে এই আসরটি। তবুও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম জয়ের স্বাদ নেওয়ার বড় সুযোগ দেখছে টাইগ্রেসরা।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নেলসনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগ্রেস অধিনায়ক জয়ের আশা জানিয়ে বলেন, ‘আসলে আমরা তাদের খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার। সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে।’
জ্যোতি আশা করছেন, সবাই পরিকল্পনামতো ব্যাটিং-বোলিং করলে পাকিস্তানের বিপক্ষে ভালো কিছুই হবে। জ্যোতি আরও যোগ করেন, ‘আমার মতে, গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে অসাধারণ ছিল। হয়তো ফল আসেনি আমাদের পক্ষে। তবু আমি মনে করি, অনেক জায়গায় উন্নতি হয়েছে। যা আমরা শেষ দুই ম্যাচে দেখেছি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বোলিং করেছে সবাই, ব্রিলিয়ান্ট ছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্দান্ত ছিল। তো আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে তা বাস্তবায়ন করতে পারি তাহলে সামনের ম্যাচে দারুণ কিছুই হবে।’
উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের বর্তমান অবস্থা বিবেচনায় বাংলাদেশ জয়ের আশা করাটা সমীচীন। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান সর্বশেষ জয়ে দেখেছে ১৪ বছর আগে। ২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ওয়ানডে বিশ্বকাপে টানা ১৭ ম্যাচে কোন জয় দেখেনি পাকিস্তান।
এছাড়াও বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশের নারীরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে যদিও শেষ পর্যন্ত ৭ রানে হারে বাংলাদেশ। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে জয়ের হারে দুই দলই প্রায় সমান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬ হারের বিপক্ষে ৫টি জয় দেখেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ