রানের ফোয়ারার মাঝেই চরম খরায় পড়লো বাবর আজমের দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৫৬ রানে তুলতে পারলেও পাকিস্তানের বেলায় দেখা গেলো ভিন্ন দৃশ্য। মিশেল আর মিচেলের তোপে ১৪৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ব্যাটাররা।
তবে ৪০৮ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলোঅন লজ্জা না দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়েছে অজিরা।
অজি বোলাররা পাকিস্তানি কোনো ব্যাটারকে দাঁড়াতেই দেননি। অধিনায়ক বাবর আজম কেবল এক প্রান্তে আগলে রাখার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি অভিষিক্ত লেগি মিচেল সোয়াপসনকে বলে ৩৬ রানে ফিরেছেন সাজঘেরে।
টপঅর্ডারের ইমাম-উল-হক ২০, আবদুল্লাহ শফিক ১৩, আজহার আলি ১৪ রান করে সাজঘরে ফেরেন। শেষ উইকেটে নোমান আলি (২০ অপরাজিত) আর শাহিন শাহ আফ্রিদি (১৯) ৩০ রানের জুটি গড়ে দলকে দেড়শর কাছে নিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল