পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম জয় পেয়েছে। নারী ক্রিকেট দলের এ জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দলের মহাসচিবের অভিনন্দন বার্তার কথা জানিয়েছেন।
তিনি বলেন, হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা-ফাহিমা খাতুনরা। অসাধারণ এই জয়ে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ নারী ক্রিকেট দল সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন