ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের। এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা যাবে সাকিবকে।
এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাকিবের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। পরের বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় পেসার সাকিব মাহমুদের। ইংল্যান্ডের হয়ে মোট ৭টি ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব।
বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন, পেস, রিভার্স সুইং, ইয়র্কারের জন্য বিশেষ করে ডেথ ওভারে, সাকিবকে তুলনা করা হয় ওয়াকার ইউনিসের সাথে।
উল্লেখ্য, অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় টেস্ট আজ বুধবার শুরু হবে কেনিংস্টন ওভালে।
বিডি প্রতিদিন/ফারজানা