ডারবানে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ব্যাট হাতে নেমে প্রথম সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ৬০ ও সারেল এরউই ৩২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন।
প্রথম সেশনে চার বোলার ব্যবহার করেও প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারেননি টাইগার দলপতি মোমিনুল হক।
টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত