নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচাতে পাকিস্তানকে ইতিহাস গড়তে হতো। ৮ উইকেটে ৩৪৮ রান তুলে স্বাগতিকদের কাজটা কঠিন করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
লাহোরে বৃহস্পতিবার ৩৫২ রান তুলে অসাধারণ জয় পেয়েছে পাকিস্তান। ৬ বল আগে ৬ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে জোড়া শতক হাঁকিয়েছেন বাবর আজম ও ইমাম উল হক। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর খুশদিল শাহের ঝড়ো ফিনিশিংয়ে বিজয়ের পতাকা উড়ায় পাকিস্তান।
এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আসল। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হবে শনিবার।
উল্লেখ্য, ওয়ানডে ইতিহাসে এর আগে পাকিস্তান কেবল ৩২৯ রান করেই জিতেছিল বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে। সেটিই ছিল দ্বিতীয় ইনিংসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ