ডারবানে আসেননি বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খান। নেই কমেন্ট্রি বক্সেও! তার এই অনুপস্থির কারণ খুঁজতে গিয়েই সংবাদমাধ্যমগুলো জানতে পেরেছে, আতহারের শরীরে হানা দিয়েছে করোনা।
ওয়ানডে সিরিজের পর টেস্টের আগে বড় একটা বিরতি ছিল। সেই সুযোগে আতাহার ঘুরতে গিয়েছিলেন কেপটাউনে। সেখান থেকে ডারবানের বিমান ধরতে গিয়েই জানতে পারলেন শরীরে বাসা বেঁধেছে করোনা। আর সেই সংক্রামক রোগের কারণেই আতহারের আর ডারবানে যাওয়া হলো না।
তবে জানা গেছে, করোনা হলেও আতহার সুস্থ আছে। দুয়েক দিনের মধ্যে টেস্ট করিয়ে নেগেটিভ হলেই আবারও ফিরবেন ধারাভাষ্যে।
কিংসমিডে কাল শুরু হওয়া ডারবান টেস্টের আজ দ্বিতীয় দিন। এই টেস্টের পর ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিডি প্রতিদিন/নাজমুল