মায়াঙ্ক আগারওয়াল ১ রানে ফেরার পর ভাঙনে বাঁধ টানার চেষ্টা করেছিলেন শিখর ধাওয়ান আর ভানুকা রাজাপাকসে। তবে খুব একটা লাভ হয়নি।
শিখর ১৬ রানে করে ফিরলেও ৩১ রান করেছেন ভানুকা। নিজের দ্বিতীয় শিকার লিভিংস্টোটনকে ১৯ রানে ফেরান যাদব। এরপর প্রীতি জিনতার জন্য ২২ গজে ভরসা হতে পারেননি ক্রিকেটার শাহরুখ খান, ফিরেছেন শূন্য রানে।
হারপ্রীত ব্রাকে ১৪ রানে নিজের তৃতীয় শিকার বানানোর পর ফের রাহুল চাহারকে ফেরান যাদব। নিজের চার পূরণ করা যাদবের ধাক্কাটা সামলে উঠতে পারেনি প্রীতি জিনতার পাঞ্জাব।
সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার ১৬ বলে ২৫ রানের শেষ লড়াইটাই পাঞ্জাবকে ১৩৭ রানের মুখ বাঁচানো সংগ্রহে পৌঁছাতে সাহায্য করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল