চলতি আইপিএলে শুক্রবার (২০ মে) ৬৮তম ম্যাচে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে সঞ্জু স্যামসনের রাজস্থান ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। বৃহস্পতিবার (১৯ মে) ওয়াংখেড়েতে ফাফ ডু প্লেসির আরসিবি নেমেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাটের বিরুদ্ধে। এই ম্যাচে ৪৪ রানের সুবাদে ফের অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে ফিরলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসি।
তবে এখনও পর্যন্ত এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের মাথায়। এবারের আইপিএলে ইতোমধ্যে মোট ৬৭টি ম্যাচ হয়েছে। টুর্নামেন্ট প্রায় শেষের দিকে চলে এসেছে। প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। এ বছর আইপিএলে যে ছবি দেখা যাচ্ছে তাতে অরেঞ্জ ক্যাপে কাউকেই হাত দিতে দিচ্ছেন না বাটলার। ফলে তিনিই হতে পারেন আইপিএল-১৫ এর অরেঞ্জ ক্যাপের মালিক। আইপিএল-২০২২ এর ৬৭টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন-
১) চলতি আইপিএলের ৬৭টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। এখন পর্যন্ত আইপিএলের মোট ১৩টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬২৭ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) আপাতত অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এবারের আইপিএলে মোট ১৪টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৫৩৭ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) কুইন্টন ডি কক রয়েছেন কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে। লক্ষ্ণৌয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন এবার আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৫০২ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*।
৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে খেলে ৪৩৩ রান করেছেন আরসিবির অধিনায়ক ফাফ। সর্বোচ্চ ৯৬ রান।
৫) কমলা টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলের ১১টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৪২৭ রান। সর্বোচ্চ ৯২*।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        