শিরোনাম
২০ মে, ২০২২ ২১:২২

ম্যাককালাম নিয়ে বিস্ফোরক মন্তব্য সালমান বাটের

অনলাইন ডেস্ক

ম্যাককালাম নিয়ে বিস্ফোরক মন্তব্য সালমান বাটের

সালমান বাট-ব্রেন্ডন ম্যাককালাম।

চলতি আইপিএল শেষ হলেই কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচের দায়িত্ব নেবেন ব্রেন্ডন ম্যাককালাম। নিঃসন্দেহে কোনও জাতীয় দলের কোচ হওয়া সম্মানের। কিন্তু সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট ম্যাককালামের প্রশংসা তো দূরে থাক, উল্টে তোপ দাগলেন। বাটের কথায়, ভয়হীন ক্রিকেটের জায়গায় বোধহীন ক্রিকেটের আমদানি করেছেন কেকেআর কোচ। 

সালমান বাট বলেন, ম্যাককালাম শুধু একটাই জিনিস জানেন, তা হল আক্রমণ। প্রতিপক্ষ কিংবা পরিবেশ কিছুই বিবেচনা করেন না তিনি। বাটের কথায়, ম্যাককালামের সমস্যা রয়েছে। সে একটাই রাস্তা জানে। সে পিচ দেখবে না, কোথায় খেলা হচ্ছে, কার বিরুদ্ধে খেলা হচ্ছে, একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে কত রান দরকার তা কিছুই দেখবে না। সে শুধু বলে, স্বাধীনভাবে খেলো, দ্রুত রান তোলো। ভয়ডরহীন ক্রিকেটের মোড়কে এক এক সময় বোধহীন ক্রিকেট শুরু করেন তিনি।

এক ইউটিউব ভিডিওতে ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব বলেছেন সাবেক এই পাক ওপেনার। দল নির্বাচনে কোচ এবং সিইও এর নাক গলানো প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন করেছিলেন এক ভক্ত। জবাবে বাট বলেন, দলকে কিছুটা সুবিধা দেওয়া উচিত। কাউকে যদি আপনি ক্যাপ্টেন নির্বাচন করেন, তবে ক্ষেত্র বিশেষে তার ভুল মেনে নেওয়া উচিত। অধিনায়ক আপনার পিওন নয় যে সকল আদেশ অনুসরণ করবে। এই প্রসঙ্গে পাকিস্তান সুপার লিগে ম্যাককালামের পারফর্ম্যান্সের কথাও তুলেছেন সালমান বাট। ম্যাককালামের অধীনে ২০১৭ এবং ২০১৮ সালে পিএসএল'র লিগ টেবিলে সবার শেষে স্থান হয়েছিল লাহোর কালান্দার্সের।    


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর