আইপিএলের প্লে-অফে খেলার জন্য চারটি দল নিশ্চিত হয়ে গেছে। গুজরাট টাইটান্স আগেই ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে শীর্ষস্থান দখল করে রেখেছে তারা। বাকি তিনটি দল নির্ধারণে খেলা গড়াতে হয়েছে একেবারে শেষ রাউন্ড পর্যন্ত।
তবে রাজস্থান রয়্যালস আর লখনৌ সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচ জিতে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছে। আর শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালসের হারের মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।
আইপিএলে প্লে-অফের সূচি:
প্রথম কোয়ালিফায়ার: আগামী ২৪ মে কলকাতার ইডেন গার্ডেন্সে লিগ টপার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। যারা জিতবে, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।
এলিমিনেটর: ২৫ মে কলকাতায় লখনউ সুপার জায়ান্ট ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৭ মে খেলতে নামবে প্রথম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল। যারা জিতবে, দ্বিতীয় দল হিসেবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।
ফাইনাল: ২৯ মে প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল।
বিডি প্রতিদিন/এমআই