ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাতে এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই।
এদিকে ৩৬ বছর বয়সী মদ্রিচের সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে ক্রোয়াট মিডফিল্ডারের।
এই বিষয়ে কথা বলতে গিয়ে এমবাপ্পেকে খোঁচা দিলেন মদ্রিচ। ‘কোপ’কে তিনি বলেন, ‘আমি এখনও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়াইনি। তবে আমি এমবাপ্পের মতো করব না (হাসি)। আশা করছি, ক্লাবও আমার সঙ্গে এমন কিছু করবে না।’
জানা গেছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই মদ্রিচের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা দেবে রিয়াল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ