২৭ মে, ২০২২ ২১:৪০

কেন মুমিনুলে সন্তুষ্ট পাপন?

অনলাইন ডেস্ক

কেন মুমিনুলে সন্তুষ্ট পাপন?

সংগৃহীত ছবি

বাংলাদেশ ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে হেরেছে, সহজ কথায় বললে অসহায় আত্মসমর্পণই করেছে। তাছাড়া সাদা পোশাকে টাইগারদের মুখ থুবড়ে পড়ার ঘটনাও ঘটছে অহরহ। কোনোভাবেই এই ফরম্যাটে ভালো করতে পারছে না বাংলাদেশ। স্বাভাবিকভাবেই টেস্ট অধিনায়ক মুমিনুল হকের দক্ষতা ও যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর ওপর কী পরিমাণ মানসিক চাপ পড়ে, এটা একটু চিন্তা করে দেখেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’

আজ শুক্রবার মুমিনুলের সঙ্গে বৈঠক করেছেন পাপন। দু’এক দিনের মধ্যে মুমিনুলের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসবেন পাপন। তিনি বলেন,‘আজকে ওর সঙ্গে কিছুক্ষণের জন্য আলোচনায় বসেছি। সামনে আরও বসব, কাল-পরশু ওর সাথে বসব লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমাধান) বের করে ফেলব।’


বিডি প্রতিদিন/নাজমুল রানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর