প্যারিসে বাংলাদেশ সময় রাত ১টায় মহারণে মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের। কিন্তু সমর্থকদের মাঠে ঢোকা নিয়ে জটিলতায় প্রথমে ১৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু পরে উয়েফা আবার বিবৃতিতে জানায়, ম্যাচ শুরু করতে আরও দেরি হবে। অবশেষে বাংলাদেশ সময় রাত ১টা ৩৭ মিনিটে খেলা শুরু হয়েছে।
রিয়াল জিতলে সেটি হবে তাদের ১৪তম শিরোপা, লিভারপুল জিতলে মাতবে ৭ম চ্যাম্পিয়নস লিগের উল্লাসে।
রিয়াল একাদশ
কোর্তোয়া, কারভাহাল, মিলিতাও, আলাবা, কাসেমিরো, ক্রুস, মদরিচ, ভালভার্দে, ভিনিসিয়ুস, বেনজেমা।
লিভারপুল একাদশ
আলিসন, আলেক্সান্ডার-আরনল্ড, কোনাতে, ফন ডাইক, রবার্টসন, ফাবিনিও, হেন্ডারসন, থিয়াগো, দিয়াজ, সালাহ, মানে।
বিডিপ্রতিদিন/কবিরুল