কিছুদিন আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে হেরেছিল সাকিব, তামিম, মুমিনুলরা। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল। সেখানে টাইগাররা কেমন করবে সেই প্রশ্ন সময়ের কাছেই তোলা থাক। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ছাড় দেবে না, জানিয়ে দিয়েছেন দলটির নির্বাচক ডেসমন্ড হায়েন্স।
টেস্ট সিরিজের দল ঘোষণার পর বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণ পয়েন্টের প্রত্যাশায় আছি, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে দুটি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেলে আমাদের জন্য ভালো হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট ৩০। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে, পয়েন্ট মাত্র ১৬।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ