ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের জয়ে বড় অবদান ছিল বাবর আজমের। ১০৭ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বাবর আজম। কিন্তু নিজে সেই ম্যাচসেরার পুরস্কার না নিয়ে সেটি দিয়ে দিলেন সতীর্থ খুশদিল শাহকে। এই মিডল অর্ডার ব্যাটার ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।
গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের লক্ষ্য ছিল ৩০৬ রান। বাবর আজমের সেঞ্চুরি দলকে এগিয়ে নেন লক্ষ্যের দিকে। ওয়ানডেতে যেটি ছিল তার টানা তৃতীয় ও ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি।
তবে বাবর আউট হওয়ার সময় ৫৯ বলে ৬৯ রান লাগত পাকিস্তানের। আর শেষ ৪ ওভারে প্রয়োজন পড়ে ৪৪ রানের। ম্যাচের ভাগ্য তখন দুলছে। ৪৭তম ওভারে রোমারিও শেফার্ডের বলে টানা তিন ছক্কা মেরে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন খুশদিল। পরে আরেক প্রান্তে আউট হয়ে যান শাদাব খান।
শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ২১ রান। তখন সেই শেফার্ডকেই একটি করে ছক্কা ও চার মেরে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেন খুশদিল। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ২৩ বলে ৪১ রান করে।
তবে ম্যাচ শেষে মূলত বাবরকেই ম্যাচসেরার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার জন্য বাবরের নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের অধিনায়ক এগিয়ে এসে মাইক্রোফোনের সামনে গিয়ে বললেন, ‘আমার ম্যান অব দা ম্যাচটি আমি খুশদিলকে দিতে চাই…।’ পরে অফিসিয়ালি ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন খুশদিল।
ম্যাচের পর খুশদিলের উচ্ছ্বসিত প্রশংসা ছিল বাবরের কণ্ঠে, ‘খুশদিল যেভাবে শেষ করেছে, তা অসাধারণ।’
বিডি প্রতিদিন/এমআই