টেস্ট অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের শুরুতেই ‘দলছুট’ বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্টের সিরিজ। চার ভাগে দল বিভক্ত হয়ে ক্যারিবিয়ান দ্বীপে পা রাখলেও সাকিবকে এখনও পায়নি।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন সাকিব। সেখান থেকে ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডারের। তবে একদিন বাড়তি ছুটি নিয়ে ১১ জুন অ্যান্টিগায় টেস্ট স্কোয়াডে যুক্ত হবেন তিনি। সাকিবকে ছাড়াই ১০ জুন ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
শনিবার কুলিজ ক্রিকেট মাঠে বাংলাদেশ খেলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। এই ম্যাচে সাকিব খেলছেন না বলেই জানা গেছে। মানে প্রায় তিন বছর পর অধিনায়কত্বে ফিরে প্রস্তুতি ম্যাচ না খেলেই মূল লড়াইয়ে নেতৃত্ব দিবেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ