আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবশেষ নামিবিয়ার বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন। তাদের পরিবর্তে নিয়েছে চার খেলোয়াড়কে।
সেই স্কোয়াড থেকে বাদ পড়া সাতজন হলেন তানাকা চিভাঙ্গা, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়ুচি, আর্নেস্ট মাসুকু, রিচমন্ড মুতুম্বামি, টনি মুনিয়ঙ্গা ও ব্রেন্ডন মাভুতা। তাদের জায়গায় দলে ঢোকা চারজন হলেন ক্লাইভ মাদান্দে, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়েরস ও আইন্সলে দলোভু।
শনিবার (১১ জুন) শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ জুন।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজুরাবানি, ডিয়ন মায়েরস, আইন্সলে দলোভু, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ