এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ভালো খেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না জামাল ভূঁইয়ারা।
শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে ই-গ্রুপে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ ফুটবল দল।
ম্যাচের প্রথমেই গোলে খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফেরে ১০ মিনিটের ব্যাবধানে। আলতিমিরাতের গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। এরপর ইব্রাহিমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে দ্বিতীয়র্ধে আমানোভের গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি জামাল ভূঁইয়ারা।
আরো দুইবার বাংলাদেশ ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু গোল বের করতে পারেনি।
৫৪ ধাপ এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত এগিয়ে গিয়েছে বাংলাদেশর রক্ষণভাগের দূর্বলতায়। ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আমানভ আরসালানের প্লেসিংয়ে দ্বিতীয়বার এগিয়ে যায় তুর্কমেনিস্তান।
বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের ১৮৮ নম্বরে। অন্যদিকে তুর্কমেনিস্তান ১৩৪ নম্বরে।
এর আগে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে হেরে যাত্রা করেন জামাল ভূঁইয়ারা। ই-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ একবার মুখোমুখি হয়েছে ২০০২ সালে। সেবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সি গ্রুপের খেলায় বাংলাদেশ হেরে যায় ৩-১ গোলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন