আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে টেস্টে ১৩২, ওয়ানডেতে ৬৪ ও টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচ খেলছে টাইগাররা। এই টেস্টে মাঠে নামার আগে মিরাজের মোট উইকেট সংখ্যা ছিল ১৯৬। স্বাগতিকদের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি।
বাংলাদেশের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেওয়া ষষ্ঠ ক্রিকেটার মিরাজ। টি-টোয়েন্টিতে অনিয়মিত হলেও টেস্ট ও ওয়ানডেতে টাইগারদের ভরসার নাম হয়ে উঠেছেন তিনি।
২৪ বছর বয়সী মিরাজ অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন নিজের ৩৪তম টেস্ট। এছাড়া ৫৮ ওয়ানডে ও ১৩ টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই