এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে গত রবিবার (২৮ আগস্ট) মাঠে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচের প্রত্যেক ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি তাদের ওয়েবসাইটে জানিয়েছে (আইসিসি)।
ম্যাচে স্লো ওভার রেটের কারণে যে ‘ইন ম্যাচ পেনাল্টি’র ঘটনা ঘটেছে তাতে ম্যাচের শেষ দুই ওভার ঐ নির্দিষ্ট বৃত্তের ভেতর পাঁচ জন ফিল্ডার রেখে বল করতে হয়েছিলো দুই দলকে। এতেই শেষ নয় স্লো ওভার রেটের কারণে এবার অর্থদণ্ড দিতে হচ্ছে ভারত-পাকিস্তানকে।
এদিকে প্রত্যেক ওভার স্লো ওভার রেটের কারণে ২০ শতাংশ করে জরিমানা করা হয় উভয় দলের ক্রিকেটারদের। দুই ওভারের কারণে প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারা অনুযায়ী শাস্তি পেয়েছেন ক্রিকেটাররা।
ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফরি জেফ ক্রোর কাছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিজেদের ভুল স্বীকার করেন। ফলে কোন আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করা হয় দুই দেশের ক্রিকেটারদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ