শারজাহতে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে বাংলাদেশ। বাজে শুরুর পর মোসাদ্দেক হোসেনের সৌজন্যে ৭ উইকেটে ১২৭ রান করে সাকিব আল হাসানের দল। লম্বা একটা সময় বেশ পিছিয়ে থাকার পর নাজিবউল্লাহর শেষের ঝড়ে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে হারটা এমনিতে খুব বড় ধাক্কা হয়ে আসেনি খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে এই ম্যাচে দলের খেলার ধরন মানতে পারছেন না বাংলাদেশের টিম ডিরেক্টর।
মোসাদ্দেক ছাড়া কেবল দুই জন সাকিব ও শেখ মেহেদি হাসান রান করেন একশর বেশি স্ট্রাইক রেটে। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করলেন সাবেক এই অধিনায়ক।
“(কেন এই ব্যাটিং) প্রশ্ন তো এখন আমাদেরও। বার্তা খুবই স্পষ্ট ছিল। আমাদের মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন ছিল। কিন্তু বলতে গেলে মোসাদ্দেক বাদে কারও ব্যাটিং এরকম হয়নি। ৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে তো আর টি-টোয়েন্টি জেতা যাবে না। দুইজন যদি ১৪০-১৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারে, জুটি গড়তে না পারে তাহলে কাজটা খুব কঠিন।”
“আমার কাছে চেষ্টাটাই সবচেয়ে বড় জিনিস। এই চেষ্টাই কিন্তু দেখতে পাচ্ছি না। যদি প্রথম বলেই কেউ মারতে গিয়ে আউট হয়ে যায়, আমি মেনে নেব। কিন্তু কেউ ডিফেন্স করে করে আউট হয়ে যাচ্ছে, সেটা মানব না। ১৪-১৫ বল খেলে ৩০-৪০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আউট হয়ে যাচ্ছে, এটা খুব ব্যথিত করে। আপনি যদি ইনটেন্ট দেখিয়ে আউট হন, আমরা এটা মেনে নেব। কিন্তু আপনি যদি ইনটেন্ট না দেখান, তাহলে মনে হয়, আপনার দলে থাকার যোগ্যতাই নাই।”
“আমাদের সমস্যা হচ্ছে মাঠে গিয়ে বাস্তবায়ন করতে পারছি না, যেটা অনুশীলনে পারছি। অনুশীলন হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্বাধীনতা থাকে, আপনি আউট হলেও আউট না। ম্যাচে তো এটা থাকে না। চাপ, গণমাধ্যম, দর্শক যতই বলেন, প্রেসারটা নিতে আমাদের অসুবিধা হচ্ছে। খেলোয়াড়দের চিন্তা করতে হবে কীভাবে আমরা চাপ থেকে বেরিয়ে আসতে পারি এবং কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ