এশিয়া কাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়েছে বেশ। শেষ পর্যন্ত কথার লড়াইয়ে জড়িয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। যদিও বিতর্কে শুরুটা করেছিলেন লঙ্কার বর্তমান কাপ্তান। আফগানিস্তানে বিপক্ষে ৮ উইকেটে হারার পর তিনি বলেছিলেন, বাংলাদেশের বোলিং লাইনআপ আফগানিস্তানের মতো শক্তিশালী নয়।
কথার খেলার পর এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। তার আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যান কাদের এগিয়ে রাখছে।
শ্রীলঙ্কা সবশেষ খেলা ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১০টিতেই হেরেছে। আর বাংলাদেশ সবশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সবশেষ ৫ ম্যাচ হিসেবে করলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।
মুখোমুখি লড়াই লঙ্কানদেরই এগিয়ে রাখছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ১২ টি-টোয়েন্টির ৮ টি জিতেছে শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আবার টাইগাররদেরই এগিয়ে রাখছে। সবশেষ দুই দলের তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।
আবার এশিয়া কাপের ১৩ বারের দেখায় ১১টিতেই জিতেছে লঙ্কানরা।
সবমিলিয়ে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বর্তমান দলটির কন্ডিশন নড়বড়ে। সেক্ষেত্রে সাকিব আল হাসানের দল অ্যাডভানটেজ পেতেই পারে।
বিডি প্রতিদিন/নাজমুল