ক্যারিয়ারের ৭১তম শতক হাঁকালেন বিরাট কোহলি। নিয়ম রক্ষার ম্যাচে ১১টি টার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি।
এর মধ্যে প্রায় ৩ বছর পরে সেঞ্চুরি করলেন কোহলি। তার বড় সংগ্রহে আফগানদের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ফাইনালের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে উভয় দল। সুপার ফোরের আজকের ম্যাচে নিয়ম রক্ষার্থে মাঠে নেমেছে ভারত ও আফগানিস্তান।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২১৩ রান। কোহলি ১২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।
ভারত একাদশ :
লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, দীপক হুডা, অক্ষর পাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং ও দীপক চাহার।
আফগান একাদশ :
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমাতউল্লাহ উমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।
বিডি-প্রতিদিন/শফিক