পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকেই বেশি ঝুঁকেছিল এশিয়া কাপের টুর্নামেন্ট সেরার পুরস্কারটা। তবে ফাইনাল ম্যাচটা যেমন পাকিস্তানের কাছ থেকে শ্রীলঙ্কার দিকে ঘুরিয়ে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ঠিক সেভাবেই কেড়ে নিয়েছেন রিজওয়ানের পুরস্কারটাও।
পাকিস্তান ফাইনাল জিতলে টুর্নামেন্ট সেরাই হতে পারতেন রিজওয়ান। এই আসরে সবচেয়ে বেশি রান করেছেন রিজওয়ান, ৬ ম্যাচে তার রা ২৮১। আছে ম্যাচ উইনিং নকও।
হাসারাঙ্গা রান করেছেন মাত্র ৬৬। তবে এই লঙ্কান যা পারেন, পাকিস্তানের রিজওয়ান তা পারেন না। কারণ উইকেট কিপিংটাকে এখনও আলাদা যোগ্যতা হিসেবে ধরে না ক্রিকেট। সুতরাং রিজওয়ানও অলরাউন্ডার নন। তবে বলেও পটু হাসারাঙ্গা, তাই তিনি সব্যসাচী। এই লঙ্কান লেগি ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
এর মধ্যে ফাইনালেই নিয়েছেন ৩ উইকেট। ফাইনালে আবার চাপের মুখে দাঁড়িয়ে ব্যাট হাতেও ২১ বলে ৩৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। সবমিলিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কারটা উঠেছে হাসারাঙ্গার হাতেই।
বিডি প্রতিদিন/নাজমুল