আগের মৌসুমের সব তর্কবিতর্ক কাটিয়ে চলতি মৌসুমে সেরা ফর্মে আছেন পিএসজি তারকা নেইমার। লিগে এরই মধ্যে করেছেন ৮ গোল, করিয়েছেন ৬টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ১০।
এমন দারুণ ছন্দে থাকা নেইমার পিএসজি কোচ গালতিয়েরের চোখে নেইমার শিল্পীর মতো। তিনি জানিয়েছেন, সময় মতোই ফর্মে ফিরেছেন নেইমার। আর সেই ফর্মে ফিরতে এই ব্রাজিলিয়ান তারকাকে বেশ ঘামও ঝরাতে হয়েছে। এমন ছন্দে থাকা নেইমারকে সবধরনের সুযোগ দিতেও প্রস্তুত গালতিয়ের।
পিএসজি কোচের দাবি, ছন্দে থাকলে নেইমারকে দেখে তার শিল্পী মনে হয়।
বুধবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাফিয়ার বিপক্ষে খেলবে নেইমারের পিএসজি।
নেইমারের এই ফর্মে ফেরার পেছনে তার অবদান খুব একটা আছে এমনটাও দাবি করেননি পিএসজি কোচ। তার দাবি, নেইমার আগের মৌসুমের ব্যর্থতার কথা উপলব্ধি করেই চলতি মৌসুমে চাঙা হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল