অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার দুপুরে ঘোষণা করা সেই দলে জায়গা হয়নি সাবেক কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের। এটাই আপাতত সবচেয়ে বড় চমক। যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল রিয়াদকে দলে না রাখার পরিকল্পনাই করছে বিসিবি।
তবে অধিনায়ক সাকিব আল হাসানের দলে আরেকটা ছোটোখাটো চমকও আছে। এশিয়া কাপে তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবকে সহঅধিনায়ক করা হলেও এবার তার পদচ্যুতি ঘটেছে।
ইনজুরি কাটিয়ে দলে ফেরা উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে করা হয়েছে সাকিবের ডেপুটি। আগামী বিশ্বকাপে তিনিই থাকছেন দলের সহঅধিনায়কের দায়িত্বে। সোহান অবশ্য চলতি বছরের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞতার বিচারেও তিনি খানিকটা এগিয়ে।
বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।
রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।
বিডি প্রতিদিন/নাজমুল