আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়নি, এটাই ক্রিকেট পাড়ার বড় খবর। কেন জায়গা পাননি রিয়াদ সেই ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ইচ্ছা আর পরিকল্পনাতেই রিয়াদের নাম কাটা গেছে।
শ্রীরাম নিজেও রিয়াদকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন। কারণটাও জানিয়েছেন একটু কৌশলে। তিনি রিয়াদকে ভারতের সাবেক কাপ্তান মাহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করে বলেন, ‘আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার উত্তরসূরীর পরিকল্পনা রাখতে হবে, জানতে হবে পরেরজন কে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’
নান্নুর মতো করেই রিয়াদকে প্রশংসায় ভাসিয়ে শ্রীরাম একরকম বুঝিয়ে দিয়েছেন, রিয়াদের টি-টোয়েন্টিকে গুডবাই বলার এখনই সময়।
বিডি প্রতিদিন/নাজমুল