সৌদি আরবের ফুটবল ক্লাব আল-হিলালের দেওয়া ২৪২ মিলিয়ন ইউরো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।
মার্কা জানিয়েছে, সম্প্রতি আল-হিলাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৪২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এই চুক্তিতে সই করলেই রোনালদো হয়ে যেতে পারতেন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। কিন্তু সোমবার বিকেলে সৌদি ক্লাবটির এ প্রস্তাব ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আল-হিলাল রোনালদোকে দুই মৌসুম খেলার প্রস্তাব দিয়েছিল। প্রতি মৌসুমের জন্য রোনালদোকে ক্লাবটি দিতে চেয়েছিল ১২১ মিলিয়ন ইউরো। তবে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে এবারই চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন ক্লাবে যাওয়ার চেষ্টা করেছিলেন রোনালদো। তবে শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ হয়নি।
সূত্র: মার্কা
বিডি প্রতিদিন/নাজমুল