ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেক্টর পর্যায়ে আয়োজিত বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচে বিএসএফ দলকে ২-১ গোলে হারিয়েছে বিজিবি। আজ বুধবার ভারতের জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ নামক স্থানে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিএসএফের আমন্ত্রণে বিজিবির রংপুর সেক্টরের একটি ফুটবল টিম অংশগ্রহণ করে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় তুমুল বৃষ্টির মধ্যে খেলা শুরু হয়। শুরুর স্বল্প সময়ের মধ্যে বিজিবি দল ১-০ গোলে খেলায় এগিয়ে যায়। উক্ত লিড বজায় রেখে প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার মধ্য বিরতিতে বিএসএফ সদস্যগণ কর্তৃক ভাংড়া নৃত্য ও ব্যান্ড মিউজিক পরিবেশন করা হয়।
খেলার দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যে বিএসএফ দল একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বিজিবি দল আরেকটি গোল করে ম্যাচ জয়ের পথ সুগম করে। খেলার শেষের দিকে একটি অনিচ্ছাকৃত হ্যান্ডবলের সূত্র ধরে রেফারি বিজিবি'র বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু বিজিবির গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে উক্ত পেনাল্টি শটটি ফিরিয়ে দেন। অবশেষে বিজিবি দল ২-১ গোলের ব্যবধানে বিএসএফ দলকে পরাজিত করে খেলায় জয়লাভ করে।
খেলা শেষে বিজিবি'র রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন, পিএসসি এবং বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের কমান্ডিং অফিসার ডিআইজি বিজয় মেহতা উপস্থিত থেকে সম্মিলিতভাবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেক্টর কমান্ডারগণ তাদের বক্তব্যে উভয় দেশের বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমনে- একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/শফিক