বিরাট কোহলিকে টপকে গেলেন মোহম্মদ রিজওয়ান। ছুঁয়ে ফেললেন বাবর আজমের রেকর্ড। দ্রুততম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২০০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন পাকিস্তানি এই ওপেনার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে যুগ্মভাবে এই শিরোপা অর্জন করলেন তিনি।
৫২টি ইনিংসে এই মাইলস্টোন ছুঁলেন রিজওয়ান। একই সংখক ইনিংস খেলে এই রানে পৌঁছান বাবরও। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০০০ রানে পৌঁছতে বিরাট নিয়েছিলেন ৫৬টি ইনিংস। চার বছর আগে ২০১৮ সালে টি-২০ ক্রিকেটে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন কোহলি। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে এই রেকর্ড করেন বাবর আজম।
গত মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৬ বলে ৬৮ রান করেন রিজওয়ান। একই সঙ্গে ঢুকে পড়েন ২০০০ রানের ক্লাবে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কেএল রাহুল। ৫৮ ইনিংস খেলে ২০০০ রানে পৌঁছান ভারতীয় এই ওপেনার।
যদিও রিজওয়ানের রেকর্ড এদিন পাকিস্তানের হার বাঁচাতে পারেনি। ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করলেন বাবররা। প্রথমে ব্যাট করে ১৫৮ রান তোলে পাকিস্তান। শেষ ওভারে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ