চার বছর আগে ২০১৮ সালে ভারতকে হারিয়ে নারী টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। মালয়েশিয়ায় ওই আসরের লিগ পর্বেও ভারতকে হারিয়েছিলেন সালমা, নিগাররা। এবার পরিচিত পরিবেশ ও ঘরের মাঠে খেলা।
শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে পাত্তাই পাননি নিগার সুলতানারা। একপেশে লড়াইয়ে ৫৯ রানে হেরেছেন নিগাররা। ৪ ম্যাচে নিগার বাহিনীর এটা দ্বিতীয় হার।
সেমিফাইনালে খেলতে পরের দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে। অন্যদিকে ভারত ৫ ম্যাচে ৪ জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে। একই দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৭২ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। চলতি আসরে সবচেয়ে কম ৩৩ রানে মালয়েশিয়াকে বেঁধে ফেলেছে শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৯ রান। দুই ওপেনার শেফালি ভার্মা ও অধিনায়ক স্মৃতি মান্ধানা ১২ ওভারে ৯৬ রানের ভিত দেন। নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কাউরের জায়গায় এই ম্যাচে নেতৃত্ব দেন মান্ধানা। অধিনায়ক মান্ধানা ২৪ বলে ৬ চারে ৩৫ রান করেন। ম্যাচসেরা শেফালি ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ৫ চার ও ২ ছক্কায়। ওয়ান ডাউনে নামা জেমিমা রদ্রিগুয়েজ ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৪ বলে ৪ চারে।
ভারতীয় ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিং সাবলীল ছিলেন না নিগার বাহিনীর বোলাররা। লেগ স্পিনার রুমানা আহমেদ ৩ ওভারের স্পেলে ৩ উইকেট নেন ২৭ রানের খরচে। এ ছাড়া ছন্দে থাকা স্পিনার সালমা ৩ ওভারে ১৬ রানের খরচে নেন ১ উইকেট।
টার্গেট ১৬০ রান। ওভারপ্রতি ৮ রান করতে হবে টার্গেটে স্বাগতিক ফারজানা হক পিংকি ও মুরশিদা খাতুন ৯.১ ওভারে ৪৫ রানের ভিত দেন। ফারজানা ৪০ বলে ৩০ রান করেন ৩ চারে। মুরশিদা একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ২৫ বলে ২১ রান করেন। অধিনায়ক নিগার খোলস ছেড়ে বেরিয়ে মেজাজি ক্রিকেট খেলেন। ২৯ বলে ৩৬ রান করেন ৫ চারে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৫৯/৫, ২০ ওভার
(শেফালি ৫৫, মান্ধানা ৪৭, জেমিমা ৩৫* সালমা ৩-০-১৬-১, রুমানা ৩-০-২৭-৩)
বাংলাদেশ: ১০০/৭, ২০ ওভার
(নিগার ৩৬, ফারজানা ৩০, মুর্শিদা ২১ দীপ্তি ৪-০-১৩-২ রেনুকা ৩-০-২২-১, শেফালি ৪-০-১০-২)।
ফল: ভারত ৫৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: শেফালি ভার্মা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ