ডোপিংয়ের দায়ে চার বছর নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। গত জুনে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে তিনি উইন্ডিজের হয়ে খেলেছেন। ডোপিংয়ের বিধিমালা ভাঙার দায়ে তাকে নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশন (জাডকো)। ক্যাম্পেবেলের শাস্তির মেয়াদ ১০ মে থেকে শুরু হয়েছে।
কিংস্টনে নিজের বাড়িতে থাকার সময় ক্যাম্পবেল গত এপ্রিলে মাসে ডোপ টেস্টের জন্য রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান। পরে তিন সদস্যের স্বতন্ত্র এক কমিটি সার্বিক পর্যালোচনা করে ২৯ বছর বয়সী এ ওপেনারকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দেন।
ক্যাম্পবেলের নিষেধাজ্ঞা মূলত বিবেচনা করা হবে চলতি বছরের মে মাস থেকে। অর্থাৎ এই নিষেধাজ্ঞার অধীনে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলার জন্য বিবেচিত হবেন না। অবশ্য এ শাস্তির সিদ্ধান্ত হয় চলতি বছরের অক্টোবর মাসে ।
জন ক্যাম্পবেল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । জ্যাডকোর অ্যান্টি ডোপিং নিয়মের ২.৩ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছেন ক্যাম্পবেল। নিয়ম না মানার ব্যাপারে স্বপক্ষে কোনো যুক্তি দিতে না পারায় তাকে নিষিদ্ধ করেছে জ্যাডকো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ