ভারতীয় কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কল্যাণে দীর্ঘদিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সাব্বির রহমানকে দিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নামানো হচ্ছে।
জাতীয় দলে সাব্বির খেলতেন লোয়ার মিডল অর্ডারে। সেখান থেকে তাকে মেকশিফট ওপেনার হিসেবে ইনিংস শুরুর দায়িত্ব দেওয়া হয়।
এশিয়া কাপের শ্রীলঙ্কা ম্যাচ থেকে ওপেনিংয়ে নেমে তার সংগ্রহ যথাক্রমে-৬ বলে ৫, ৩ বলে ০, ৯ বলে ১২ এবং ১৮ বলে ১৪! মোট ৩১ রান। অথচ এই সময়ের মধ্যে তিনি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ৩৮টি ভিডিও পোস্ট করেছেন।
এর মাঝে তার টিকটক আইডি ভেরিফাইও হয়েছে। সেই খবর আবার ফলাও করে প্রচারও করেছেন সাব্বির। এ বিষয়ে তুমুল সমালোচনা চলছে তাকে নিয়ে। ট্রলড হচ্ছেন। সাব্বিরের টিকটক ধরেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে।
এদিকে, ব্যাটিং ব্যর্থতায় গুঞ্জন ছিল ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। সে গুঞ্জন সত্যি হয়েছে। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন