বাংলাদেশ ও ইয়েমেন দুটি করেই ম্যাচ জিতেছে। তাই অনূর্ধ্ব-১৭ এএফসি কাপের দুই দলের ‘ই’ গ্রুপের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবার সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। যারা জিতবে তারাই চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।
প্রশ্ন হচ্ছে ইয়েমেনকে কি হারানো সম্ভব? বয়স ভিত্তিক ফুটবলে বাংলাদেশ তুলনামূলক ভালোই খেলছে। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় যুবারা আলো ছড়াচ্ছে। বাহরাইনের বিপক্ষে বাহরাইনের মাটিতে ড্র করেছে বাংলাদেশের যুবারা। তাই ইয়েমেনকে হারাতেই পারবে না তা বলা ঠিক হবে না।
ইয়েমেন আজকের ম্যাচে অবশ্যই ফেবারিট। দুই ম্যাচে তাদের গোল সংখ্যা ১৪। ভুটান ৮ ও সিঙ্গাপুরকে হারায় ৬-০ গোলে। সেখানে বাংলাদেশের ২-১ ও ২-০। আসলে ইয়েমেন এমন এক প্রতিপক্ষ যাদের বিপক্ষে বাংলাদেশের দেখাই হয় না।
কোচ পল স্মলির মতে ইয়েমেন অনেক শক্তিশালী দল। তারপরও তাদেরকে হারানো অসম্ভব নয়। ছেলেদের সেরাটা দিতে হবে। এমন প্রতিপক্ষের বিপক্ষে গোল করার সুযোগ কমই আসবে। সুযোগ কাজে লাগাতে হবে। ডিফেন্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ড্র করলেই ইয়েমেন চূড়ান্ত পর্বে চলে যাবে। রানার্সআপ দল হিসেবে বাংলাদেশের সম্ভাবনাও টিকে থাকবে। তবে আজ হারলে সব শেষ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ