আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মুস্তাফিজুর রহমান ৭৩ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের এই কাটার মাস্টারের সেরা বোলিং ২২ রানে ৫ উইকেট। তিনি ৯৪ উইকেট শিকার করতে গিয়ে ৭২ ইনিংসে মোট ২০১৭ রান দিয়েছেন।
২০১৫-১৬ সালের মুস্তাফিজকে মনে আছে? সেই মুস্তাফিজ আর এই মুস্তাফিজে অনেক পার্থক্য। চরিত্রেও আছে বৈপরীত্য। ভূমিকাটাও যেন বদলে গেছে। এখন আর মুস্তাফিজে বিশ্ব মুগ্ধ হয় না। যেই মুস্তাফিজে ব্যাটাররা কাঁপতো, সেই মুস্তাফিজের হাতে বল দেখলে যেন এখন তাদের মুখে হাসি ফুঁটে। এখন তার শিল্প কর্দমাক্ত, মুস্তাফিজ এখন যেন নির্বিষ সর্প।
জাদুকরী কাটারের মায়াবী বিভ্রমে একসময় দুনিয়াকে ভড়কে দেয়া মুস্তাফিজে এখন যেন শুধুই নিজেকে হারিয়ে খুঁজছেন। ভালো মানুষ হবার লক্ষ্যে ছুটতে গিয়ে যেন নিজের পরিচয়টাই ভুলতে বসেছেন। সেরা হয়েই যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনিই এখন স্বাভাবিক হওয়ার লড়াই করছেন।
চলতি বছরে ১১ ইনিংসে মুস্তাফিজ বল করেছেন ৩৯ ওভার, ৯ ইকোনমিতে উইকেট মাত্র ৮টি। উইকেট প্রতি রান দিয়েছেন ৪২.৩৭ করে। তবুও কিনা ক্যারিয়ার বোলিং গড় ২১.৪৫! ভাবা যায় কতটা বাজে দিন পার করছেন এই পেসার? সেরা বোলিং ফিগারটাও আরব আমিরাতের বিপক্ষে, ৩১/২। পরিসংখ্যান বলছে বিদেশের মাটিতে শেষ ১৫ ম্যাচে ৪৫ ওভার বল করে রান দিয়েছেন ৪২৭। ইকোনমি ১০ ছুঁই ছুঁই। নিয়েছেন মাত্র ৯ উইকেট। এক উইকেট পেতে খরচ করেছেন ৪৮ রান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ