সাধারণত তিনেই খেলে থাকেন সাকিব আল হাসান। সেই পজিশনে লিটন কুমার দাসকে নামানো হচ্ছে লিটনকে। চারে খেলছেন আফিফ হোসেন ধ্রুব। সবমিলিয়ে সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে নামলেন সাতে।
তাই ম্যাচ শেষে ছিল প্রশ্ন, কেনো তিনি এতো পরে নামলেন? পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাকিব বললেন, ‘আমি আসলে আরও ওপরে ব্যাটিং করার কথা ছিল। তবে দুই স্পিনার বেশ ভালো বোলিং করছিল। তাই আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, আগেই ব্যবহৃত উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিছু বড় শট খেলার চেষ্টা ছিল। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে আর পথ খুঁজে পাইনি।’
সাকিব আরও মনে করেন ‘ওপরের সারির প্রথম চারজনের মধ্যে অন্তত দুজনকে ভালো খেলতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত থাকতে হবে। এটি নিয়েই আমাদের অনেক কথা হচ্ছে। আশা করি সামনে ভালো হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল