ত্রিদেশীয় সিরিজের অনুশীলনে সাকিব আল হাসান ছিলেন না। ছিলেন না ট্রফি উন্মোচনে, এমনকি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ছিলেন না সাকিব! এসব ঘটনায় বেশ সমালোচনাও হয়েছে।
অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেন কাপ্তান সাকিব। ব্যাট ধরলেন ৭ নম্বর পজিশনে। অধিনায়ক বদলেও টাইগারদের ভাগ্য বদলায়নি। চিরচেনা ঢঙেই হেরেছে টাইগাররা।
সোজা কথায় বললে বাজে খেলেই যোগ্য দল হিসেবে হেরেছে সাকিব বাহিনী। তবুও এর মাঝেই সুখ খুঁছছেন সাকিব। শোনাচ্ছেন আশার কথা।
সাকিব বললেন, ‘ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। তবে দলের বোলিং-ফিল্ডিং নাকি ভালো ছিল-যা ইতিবাচক।’
তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম তাদের স্পিনাররা এই উইকেটে ভালো বোলিং করবে। আমরা ভালোই শুরু করেছিলাম, বড় শট খেলারও চেষ্টা করেছি। মাঝামাঝিতে দুটি উইকেট হারিয়ে মোমেন্টাম আর ফিরে পাইনি। উপরের দিকের চারজনের মধ্যে দুই জনই ১৫-১৬ ওভার পর্যন্ত খেলেছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কিছু খেলা আছে, সেগুলি ডে ম্যাচ এবং আমাদের জন্য আরও ভালো হতে পারে।’
বিডি প্রতিদিন/নাজমুল