‘জিততে জিততে হেরেছে টাইগাররা কিংবা লড়াই করে হেরেছে বাংলাদেশ!’ শিরোনামে এমন কিছুই লেখা যায়নি আজ। কারণ, ব্যাট হাতে ভরাডুবির পর বল হাতে নির্বিষ সাকিব আল হাসানের দল।
ফলে পরিষ্কার করেই বলা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলায় ছিল না বাংলাদেশ। আর ম্যাচ কোনো সময়ই বাংলাদেশের দিকে বাঁক নেয়নি। বরং নিউজিল্যান্ড হারলে সেটা অঘটনই হতো।
২০ ওভারে ১৩৭ রান তুলতে যেখানে রীতিমতো হাঁসফাঁস করতে হয়েছে। সেখানে অনেকটা সাবলীল ব্যাটিংই করেছে কিউই ব্যাটাররা। বিশেষ করে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। রীতিমতো চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তারা।
তারপরও বাংলাদেশের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘বাংলাদেশ পাওয়ারপ্লেতে খুব ভালো খেলেছে। আমরা জানতাম, উইকেট সাবলীল ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং ছিল।’
উইলিয়ামসনের ‘উইকেট সাবলীল ব্যাটিংয়ের জন্য চ্যালেঞ্জিং ছিল’ এই কথাতেই এবার স্বান্তনা খুঁজতে পারে টিম টাইগার্স।
বিডি প্রতিদিন/নাজমুল