ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ রিজওয়ান। রানের ফুলঝুরি ছোটানো এই পাকিস্তানি ব্যাটার আছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে। এবার আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
মাস সেরা হতে রিজওয়ান পেছনে ফেলেছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। দুজনেই গত মাসে আলো ছড়িয়েছেন। তবে রিজওয়ান ছিলেন তাদের চেয়েও উজ্জ্বল। বিশেষ করে টি-টোয়েন্টিতে। গত মাসে ১০ ম্যাচ খেলে ৭টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। এর মধ্যে এশিয়া কাপে হংকং ও ভারতের বিপক্ষে সত্তোরোর্ধ ইনিংস খেলেছেন। ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারলেও ওই ম্যাচে ফিফটি হাঁকান তিনি।
এরপর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও রানের দেখা পেয়েছেন রিজওয়ান। সিরিজের প্রথম ৫ ম্যাচের ৪টিতে ষাটোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এক ম্যাচ কম খেলেও ৬৩.২০ গড়ে ৩১৬ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ