ইযুকা শৌতা। ২০১৬ সালে রিও অলিম্পিকে জাপানের হয়ে চার গুনিতক ১০০ মিটার রিলেতে রূপার পদক জয় করেছেন। এশিয়ান অ্যাথলেটিকসে বেশ নামী এই অ্যাথলেট বাংলাদেশ-জাপান বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এসেছেন বাংলাদেশে।
সোমবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে তার সঙ্গে দীর্ঘ সময় দীক্ষা নেন বাংলাদেশের অ্যাথলেটিকসের সেরা তারকা শিরিন আক্তার, মেসবাহ, জহির রায়হান ও ইসমাইলরা।
পাশাপাশি একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গেও সময় কাটান ইযুকা শৌতা। বাচ্চাদের সঙ্গে স্প্রিন্টে অংশ নেন। তাদেরকে বিভিন্ন কলাকৌশল শেখান। অলিম্পিকে পদকজয়ী অ্যাথলেটের কাছ থেকে শিরিন-জহিররা পেয়েছেন নানা উপদেশ।
শিরিন বলেন, ‘এটা দারুণ একটা অনুষ্ঠান। অনেক কিছু শিখেছি অল্প সময়ে। বিশেষ করে স্টার্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তার (ইযুকা) স্টার্টিং অনেক পাওয়ারফুল। এতে ভালো করার অনেক সুযোগ আছে।’
জহির রায়হানও বললেন, ‘আমি অভিভূত তার (ইযুকা) কলাকৌশল দেখে। আমরা এমন ট্রেনিং পেলে অনেক ভালো করতে পারব বলে আশা করি।’
জহির রায়হানের কথাকেই সমর্থন করলেন ইযুকা। তিনি বলেন, ‘এখানকার অ্যাথলেটরা অনেক ভালো মানের। উপযুক্ত ট্রেনিং পেলে ওরা দারুণ করবে। কিছু টেকনিক্যাল দিকে ওদের নজর দিতে হবে।’ পাশাপাশি খাদ্যাভ্যাসের কথাও বললেন ইযুকা।
জাপান থেকে ইযুকা শৌতার সঙ্গে এসেছেন তার কোচ তোয়োদা ইয়াসুহিরো। তিনি বললেন, ‘বাংলাদেশ-জাপান মাঝে মধ্যেই এমন অভিজ্ঞতা বিনিময় করতে পারে।’
শিরিন আক্তারদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘জাপান থেকে ভালো মানের কোচিং টিম এসে যেন বাংলাদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ট্রেনিং দিতে পারে এমন ব্যবস্থা করার চেষ্টা করব।’ পাশাপাশি ট্রেনিং ইকুইপমেন্টও জাপান থেকে বাংলাদেশের অ্যাথলেটদের জন্য দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত