ইংল্যান্ডের কাছে হারের পরে খারাপ খবর পাকিস্তান শিবিরে। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার হ্যারিস রউফ। ফলে পরের দুটি টেস্টে খেলতে পারবেন না তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় বলের উপর পড়ে যান হ্যারিস। ডান পায়ের উরুতে চোট লাগে তার। পরে তার এমআরআই করা হয়। তখন দেখা যায় উরুর পেশিতে গ্রেড ২ পর্যায়ের চোট লেগেছে। এই অবস্থায় তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, হ্যারিসের চোট খতিয়ে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল দল। গ্রেড ২ পর্যায়ের চোটের পরে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। হ্যারিস লাহোরে যাবে। সেখানে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে তার রিহ্যাব শুরু হবে।
রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। আর দলের হারের পরে এবার সতীর্থদের দায়ী করেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার রাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। বাবর জানিয়েছেন, এই পিচে খেলতে চাননি তারা। যে পিচ তারা চেয়েছিলেন, সেটা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ তার।
বিডি প্রতিদিন/এমআই